মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাসঃ

ইসলামি দ্বীনি শিক্ষা ও কুরআনিক জ্ঞান প্রচার প্রসার করার লক্ষ্যে ১৯৬৫ সালের মার্চ মাসে ঢাকা জেলার গাজীপুর মহাকুমা বর্তমান গাজীপুর জেলাধীন সদর উপজেলায় অবস্থিত বাংলাদেশ সমরাস্র কারখানায় মরহুম আলহাজ্ব মাওলানা সুলতান আহমদ সাহেবের একান্ত প্রচেষ্ঠায় ০৬ জন শিক্ষার্থি নিয়ে মক্তব হিসেবে যাত্রা আরম্ভ করে এ প্রতিষ্ঠানটি।

 স্বাধীনতা সংগ্রামের পর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর নব গঠিত বাংলাদেশ এ গাজীপুর ফোরকানিয়া মাদরসা হিসাবে কারখানার জামে মসজিদে পরিচালিত হয়। ১৯৭৬ সালের পহেলা মে নিরাপত্তা জনিত কারনে মাদরাসাটি স্থানান্তরের প্রয়োজন হলে প্রথমে কারখানা লাগোয়া বাজারে পরবর্তীতে জনাব আনোয়ার আলী মুন্সি এর দানকৃত জমিতে ১৯৭৭ সালে আত্মপ্রকাশ করে গাজীপুর সিনিয়র মাদরাসা । 

* প্রতিষ্ঠাতাঃ মরহুম আলহাজ্ব মাওলানা সুলতান আহমদ * প্রথম জমিদাতাঃ জনাব আনোয়ার আলী মুন্সি * * মাদরাসাটি ১৯৮৩ সালে প্রথম এম্পিওভুক্ত হয়। ১৯৮৫সালে আলিম এবং ১৯৮৭ সালে ফাযিল স্বীকৃতি লাভ এবং এমপিও ভুক্তি লাভ করে। 

মাদরাসার বর্তমান নামঃ গাজীপুর ফাযিল মাদরাসা

  • অধিভুক্তিঃ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়
  • বর্তমান শিক্ষার্থীঃ ৮৬৪ জন

 

মাদরসায় চলমান বিভাগ/শাখা সমুহঃ

  • নুরাণী ও নাজেরা শাখা হিফজ বিভাগ প্রক্রিয়াধিন।
  • এবতেদায়ী ও প্রাক প্রাথমিক শাখা
  • দাখিল মানবিক ও বিজ্ঞান শাখা
  • আলিম মানবিক শাখা
  • ফাযিল শাখা (৩ বছর মেয়াদি) অনার্স প্রক্রিয়াধিন
Scroll to Top